হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে দক্ষিণ এশিয়ার বর্তমান অবস্থা এবং ইরান-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। টেলিফোন আলাপে তিনি পেহেলগাম সন্ত্রাসী ঘটনায় বিপুল সংখ্যক নিরীহ ভারতীয় নাগরিকের নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ধরনের সন্ত্রাসী ও অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।
ড. মাসউদ পেজেশকিয়ান অঞ্চলটিতে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলি আঞ্চলিক দেশগুলোর যৌথ দায়িত্ব আরও বাড়িয়ে দেয় এবং আমাদের জন্য জরুরি হয়ে পড়ে যে সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করতে ও টেকসই শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে একাত্মতা, সংহতি এবং ঘনিষ্ঠ সহযোগিতার সাথে কাজ করি।
প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান টেলিফোন আলাপে ইরান-ভারত অর্থনৈতিক সম্পর্কের প্রসারের বিষয়টি উল্লেখ করে আশাবাদ প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত খাতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। তিনি চাবাহার বন্দরের সম্প্রসারণ প্রকল্পসহ উভয় দেশের যৌথ প্রকল্পগুলির গুরুত্বের ওপর জোর দেন এবং বলেন, চাবাহার আঞ্চলিক কৌশলগত সহযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এবং ইরান, ভারত ও রাশিয়ার মধ্যে একটি কৌশলগত সংযোগ গড়ে তুলতে পারে।
প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে তেহরানে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার সর্বাত্মক সম্প্রসারণ ও স্থিতিশীলতার পর্যালোচনা করতে চাই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ানের টেলিফোন এবং সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আপনার সহানুভূতি ভারতের জনগণ ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। তিনি পেহেলগাম সন্ত্রাসী ঘটনার বিস্তারিত তুলে ধরে সন্ত্রাসবাদের বিষয়ে ইরানের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং বলেন, ইরান তার নিজস্ব বেদনাদায়ক অভিজ্ঞতার কারণে ভারতের জনগণের দুঃখ ও কষ্ট অন্য দেশগুলোর তুলনায় বেশি অনুভব করতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণভাবে একমত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক দেশগুলোর সর্বাত্মক ঐক্য ও সহযোগিতা অপরিহার্য।
মোদি আরও বলেন, রাশিয়ার কাজানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করে, ভারত ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে চলছে এবং আমরা সকল ক্ষেত্রে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, ভারত সরকার আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য ইরানের প্রচেষ্টাকে সমর্থন করে এবং সকল মতপার্থক্যের, বিশেষ করে ইরান-আমেরিকা মতপার্থক্যের কূটনৈতিক সমাধানের ওপর জোর দেয়।
তিনি ইরানের হরমোজগান প্রদেশের শহীদ রেজাই বন্দর দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং ইরানকে যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য ভারতের প্রস্তুতির কথা ঘোষণা করেন।
সর্বশেষে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী এবং মহান ইরানি জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।
আপনার কমেন্ট